ভুয়ো এনআইএ আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ, গ্রেফতার তিন

শিলিগুড়ি : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র ভুয়ো আধিকারিক সেজে লোকজনকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

ধৃতরা হল এহসান আহমেদ, রেহান বাবর ও মানিক রায়। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে চটহাট মেডিক্যাল মোড়ের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে প্রায় ১ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জায়গায় ভুয়ো এনআইএ আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ আগেও শিরোনামে এসেছে। দিনকয়েক আগেই থাইল্যান্ড থেকে মাদক পাচার করতে গিয়ে কাস্টমসের হাতে গ্রেফতার হন এক মহিলা। অভিযোগ, তিনি কাস্টমস অফিসারদের কাছে নিজেকে এনআইএ আধিকারিক বলে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর পরিচিতির খোঁজ করতেই ফাঁস হয়ে যায় জারিজুরি। জানা যায়, এনআইএ-র ভুয়ো পরিচয়পত্রও দেখিয়েছিলেন ওই মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =