এসএসসি নিয়ে হাইকোর্টে নতুন মামলা দায়ের

কলকাতা : এসএসসি-র নিয়োগে অভিজ্ঞতার জন্য ধার্য বাড়তি ১০ নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হল । যদি সরকারি স্কুলের শিক্ষকরা এই নম্বর পান, তাহলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের ক্ষেত্রে তা হবে না কেন? সেই প্রশ্ন তুলে এই মামলা।

নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়। সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর।

তবে শুধুমাত্র যারা সরকারি স্কুলে শিক্ষকতা করতেন, তাঁরাই এই নম্বর পেয়েছেন। ফলে মূলত সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদেরই এই ১০ নম্বর অতিরিক্ত মিলেছে। আবেদনকারীদের প্রশ্ন— “সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকেরা কেন বঞ্চিত হবেন?” আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। ২৮ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হতে পারে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + six =