কলকাতা : পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশের বেশি এনুমারেশন আবেদনপত্র
বিলি হয়ে গিয়েছে। রবিবার দুপুর ৩টের বুলেটিনে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ ছাড়াও এই মুহূর্তে দেশের আরও ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর চলছে। কমিশন জানিয়েছে, সেই সব জায়গাতেও এনুমারেশন আবেদনপত্র বিলির কাজ ৯০ শতাংশ হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৯৯.১৬ শতাংশের বেশি আবেদনপত্র বিলি করা হয়ে গিয়েছে। সংখ্যাটা হল— ৭ কোটি ৫৯ লক্ষ ৯৪ হাজার ৯৯৭। ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে আন্দামান-নিকোবর, গুজরাত, মধ্যপ্রদেশে। ১০০ শতাংশ ফর্ম বিলি হয়েছে গোয়া এবং লক্ষদ্বীপে। সবচেয়ে কম তামিলনাড়ুতে (৯৩.৬৭ শতাংশ)।

