আবেদনপত্র বন্টনের সময় বিএলও-দের সঙ্গে নেই বিজেপি বিএলএ-রা, মোদী, শাহকে অভিযোগ তথাগতের

কলকাতা : বিএলও-দের এসআইআর-এর আবেদনপত্র বন্টনের সময় বিজেপি দলীয় কর্মীদের (বিএলএ) হদিশ মিলছে না বলে অভিযোগ করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিন এই বক্তব্য যুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস-এর কেন্দ্রীয় নেতৃত্বের এক্সবার্তার সঙ্গে।

তথাগতবাবু লিখেছেন, “বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি জানেন যে তৃণমূলের এজেন্টরা প্রায়শই আবেদনপত্র বিতরণের সময় বিএলওদের সাথে থাকে এবং তাদের উপর কর্তৃত্ব করে? কখনও কখনও সিপিআই (এম) এজেন্টরাও তাদের সাথে থাকে।

কিন্তু বিজেপি – কখনও না। অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গ বিজেপি এখনও পর্যন্ত তাদের পদাধিকারী নির্বাচন করতে পারেনি। খুবই, খুবই, খুবই, খুবই খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =