আক্রমণের ঘটনায় উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় তিনি পুলিশ প্রশাসনের ওপর চাপালেন। ওই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।

সোমবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন,

“গতকাল, অর্থাৎ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময়, একাধিক স্থানে দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে।

এই সকল এলাকাগুলিতে এই অতর্কিত আক্রমণ সংগঠিত করা হয়:- কাশীনগর, কুলতলি, খুটিবাজার, রায়দিঘি, নবদোকান,

কৃষ্ণচন্দ্রপুর। আমার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয়, বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্যও করেছে। “মুসলিম অনুপ্রবেশকারীদের উসকানি দিয়ে বিরোধী দলের উপর হামলা চালানোর অস্ত্র”, কটাক্ষ শুভেন্দুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =