কলকাতা : খালের জলে তলিয়ে মৃত্যু হল এক শিশুর। তার নাম ঋতু কোনাই। বয়স ৫ বছর। বুধবার ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায়।
স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে খালের ধারে গিয়েছিল প্রিয়াংশু কুমার নামে এক কিশোর এবং ওই শিশু ঋতু। নিয়ন্ত্রণ রাখতে না পেরে কোনওভাবে জলে তলিয়ে যায় তারা। স্থানীয়েরা দ্রুত খাল থেকে প্রিয়াংশুকে উদ্ধার করতে সমর্থ হন। কিন্তু ঋতুর খোঁজ মিলছিল না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর পরে উদ্ধার হয় ঋতুর দেহ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

