দুর্গাপুর : নতুন কায়দায় অনলাইন প্রতারণার শিকার হলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডিএসপির এক অবসরপ্রাপ্ত কর্মী। গ্রাহক পরিষেবার নামে হোয়াটসঅ্যাপ কলে ‘অ্যালাও’ করতে বলায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। পরে এক টাকা পাঠিয়ে ট্রায়াল করার পর দফায় দফায় প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা।
প্রতারিত ব্যক্তি আশীষ কুমার সেন দুর্গাপুর স্টিল টাউনশিপের কনিষ্ক রোডের বাসিন্দা। তিনি ২০২৩ সালে ডিএসপি থেকে অবসর নেন। অভিযোগে তিনি জানান, গত ২৩ আগস্ট একাধিকবার অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ কলে তিনি সাড়া দেন। ওই কল থেকেই তাঁকে ‘অ্যালাও’ অপশন সিলেক্ট করতে বলা হয়। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রথমে ১ টাকা পাঠিয়ে তিন দফায় টাকা ট্রান্সফার হয়—প্রথমে ৭০ হাজার, পরে ২৫ হাজার এবং সর্বশেষ ৪ হাজার টাকা। মোট ৯৯ হাজার টাকা দুটি আলাদা অ্যাকাউন্টে চলে যায়।
বেগতিক বুঝে আশীষবাবু অ্যাকাউন্ট বন্ধ করে পরদিন সাইবার থানায় লিখিত অভিযোগ জানান। বৃহস্পতিবার তিনি আবারও থানায় গিয়ে বলেন, “এই টাকাই ছিল অবসরের পর আমার একমাত্র সম্বল। এক মাস কেটে গেলেও উধাও হওয়া টাকার হদিশ মেলেনি। পুলিশের কাছে অনুরোধ, যাতে টাকা উদ্ধার করা হয়।” ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার থানার পুলিশ।

