কলকাতা : বীরভূমে অবৈধ পাথর খাদানে ধ্বস নেমে শুক্রবার ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩-৪ জন শ্রমিক।
নলহাটির অবৈধ পাথর খাদানে ভয়াবহ ওই বিপর্যয় নিয়ে শনিবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
তাঁর অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই খাদানে প্রাণঘাতী বিস্ফোরকের ব্যবহার হয়। তারই জেরে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

