বানারহাট : পুজোর মুখে একসঙ্গে তিনটি চা বাগান বন্ধ হল। বানারহাটের একই মালিকের রেডব্যাঙ্ক ও সুরেন্দ্রনগর এবং চামুর্চি চা বাগান বন্ধ হয়েছে।
শুক্রবার সকাল থেকে চামুর্চি চা বাগানের শ্রমিকরা কারখানার গেটের সামনে জড়ো হয়ে ইন্দো-ভুটান সড়কের দিকে রওনা দেয়।
অন্যদিকে রেডব্যাঙ্ক এবং সুরেন্দ্রনগর চা বাগানের শ্রমিকরা ১৭ নম্বর জাতীয় সড়কের কাছে জমায়েত করে।

