শিলিগুড়ি : তিনদিনের সফরে মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরকে কেন্দ্র করে শাসকদল এবং প্রশাসনিক স্তরে সোমবার জোর প্রস্তুতি লক্ষ করা গিয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় যাবেন, তা ফ্লেক্স, ফেস্টুনে ভরিয়ে দেওয়া হয়েছে। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক ছাড়া মুখ্যমন্ত্রীর তিনদিনের সফরে পূর্ব নির্ধারিত কোনও কর্মসূচি নেই। তবে, তিনি প্রশাসনিক কাজের পাশাপাশি দলের নেতা-নেত্রীদের নিয়েও বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৩টার পর মুখ্যমন্ত্রী বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়কপথে শিবমন্দির, মেডিকেল মোড়, নৌকাঘাট হয়ে উত্তরকন্যার অতিথিনিবাস কন্যাশ্রীতে পৌঁছাবেন। উত্তরকন্যায় যাওয়ার পথে মমতা নৌকাঘাট মোড়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন বলে খবর। বাগডোগরা বিমানবন্দর থেকে মেডিকেল মোড়, নৌকাঘাট হয়ে উত্তরকন্যা পর্যন্ত রাস্তায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে কয়েক হাজার ফ্লেক্স, ফেস্টুন টাঙানো হয়েছে।
বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখান থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনও করবেন তিনি। উত্তরবঙ্গের জেলাগুলি ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দেবে।
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দার্জিলিং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তা এবং জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। জলপাইগুড়ি থেকে উত্তরকন্যায় ফেরার পথে গজলজোবা পর্যটনকেন্দ্র পরিদর্শন করতে পারেন মমতা।
ইতিমধ্যে গজলডোবায় যাতায়াতের জন্য ক্যানাল রোড মেরামত এবং রাস্তার দু’পাশের আগাছা সাফাই হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরে যাবেন।

