ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় শেখ জাহিরুল শেখের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল টাকা। সূত্রের খবর, টাকার পরিমাণ ১২ লক্ষ। টাকা গোনার প্রক্রিয়া চলছে।
অভিযোগ, সাইকেল সারাইয়ের মিস্ত্রি থেকে বালি মাফিয়া হয়ে উঠেছিল শেখ জাহিরুল। রাতারাতি গড়ে ওঠে তিন তলা বাড়ি। নিজস্ব বালি খাদান থাকলেও গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে থাকা প্রতিটি বালি খাদানে প্রভাব ছিল জাহিরুলের, অভিযোগ এমনই।
সোমবার ভোরে গোপীবল্লভপুরের নয়াবসান এলাকায় তার বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। জানা গিয়েছে, সকাল থেকে ইডির অফিসাররা তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

