কলকাতা : সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এলেন আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম মুখ মেহেবুব মণ্ডল। প্রতিবাদ জানাতে কালো পাঞ্জাবি পরে আসেন তিনি।
তিনি জানান, অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আবার লড়াইয়ে নেমে নতুন করে পরীক্ষা দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে নিরাপরাধীদের বলি দেওয়া হয়েছে বলে জানান মেহেবুব।
তার প্রতিবাদ জানাতেই কালো পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে এসেছেন।

