উত্তর ২৪ পরগনা : শনিবার কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা বসিরহাটের দাপুটে বন্দি ও নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে হানা দেন।
’২৪-এ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, সেই তদন্তের পাশাপাশি জেল থেকে শেখ শাহজাহান তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন, এই অভিযোগ উঠেছে। তাই তাঁর বাড়িতে হাজির হন সিবিআইয়ের প্রতিনিধিরা। তাঁরা বাড়ির সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। শাহজাহানের মেয়ের বাড়িতেও যায় সিবিআই।
২০২৪ সালে ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই।
ইডির উপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।

