দক্ষিণ ২৪ পরগনা : টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মা ও দুই মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মন্দিরবাজার বিধানসভার কামারপাড়ায় একটি মাটির বাড়িতে থাকে কর্মকার পরিবার। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান তাঁরা। মাঝরাতে আচমকা দুর্ঘটনা ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান।
খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় তিনজনকে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মা ও তাঁর দুই মেয়েকে মৃত ঘোষণা করেন।

