কলকাতা : “আপনার ঢপের ‘শ্রমশ্রী’ প্রকল্পকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ওরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে মাসে পাঁচ হাজারের থেকে অনেক বেশি টাকা আয় করার জন্য।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এক্সবার্তায় এ কথা লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী শুক্রবার লিখেছেন, “মাননীয়া শুভনন্দন !
আমার প্রিয় জেলা পুরুলিয়ার চিত্র তুলে ধরলাম। চিত্রটি পুরুলিয়া রেল স্টেশনের। এলাকার শ’য়ে শ’য়ে যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের জন্য।
এই চিত্র দেখলে দুটো ব্যাপারে নিশ্চিত হওয়া যায়; প্রথমত আপনার শাসনকালে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এমন বেহাল দশা যে বাঙালিদের বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কাজের খোঁজে, দ্বিতীয়ত ভারতবর্ষের কোনো প্রান্তেই কোথাও কোন বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে না কিংবা বাঙালি অস্মিতা আক্রান্ত নয়। সবটাই আপনার মনগড়া, ভোট রাজনীতির পরিকল্পনা। পশ্চিমবঙ্গের সকল সচেতন নাগরিক তা ভালো ভাবে বুঝেছেন।
এই শ্রমিকদের যদি নিজের রাজ্যে রেখে দিতে চান, আগামী বছরের নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সৃষ্ট প্রকল্প ‘শ্রমশ্রী’ না চালু করে কর্মসংস্থানের সুযোগের ‘শ্রীবৃদ্ধি’ ঘটানোর চেষ্টা করুন। তবে আপনি সক্ষম নন এটা করতে, হলে আগেই তা করে দেখাতেন, নির্বাচনের পূর্বে এক বছরের জন্যে ভাতার প্রলোভন দেখিয়ে, পরিযায়ী দের ভোট নেওয়ার উদ্দেশ্যে তাঁদের ফেরত আনার চেষ্টা করতেন না।
আগামী বছর বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কর্মসংস্থানের ‘শ্রীবৃদ্ধি’ হবে। এবং এই সকল যুবকদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হবে না। নিজের রাজ্যে কর্মসংস্থান পাবে। সেই দিন বেশি দুরে নয়।”

