৭ দিনের মধ্যে এসএসসি-র দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসি-কে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৭ দিনের মধ্যে ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশ করতে হবে। স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত।

গত ১৯ অগস্ট নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যে সমস্ত রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ে ইতিমধ্যে ধাক্কা খেয়েছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, একইসঙ্গে রাজ্য সরকার। এবার অযোগ্যদের তালিকা নিয়েও দেওয়া হল বড় নির্দেশ।

শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, এক সপ্তাহের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে। মামলার শুনানিতে এসএসসি-কে কার্যত ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বক্তব্য, তাঁদের কোনও যুক্তিই ধোপে টিকছে না। পাশাপাশি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তাঁরা গেছিলেন সেই প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 18 =