নয়াদিল্লি : ভারত সফরে এলেন ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রাবুকা। ২৬ আগস্ট পর্যন্ত ভারত সফরে থাকবেন তিনি। রবিবার ভারতে এসে পৌঁছলে, দিল্লি বিমানবন্দরে ফিজির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী রাবুকার এটিই প্রথম ভারত সফর।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল টুইট করেছেন, “ফিজির প্রধানমন্ত্রী রাবুকা তাঁর প্রথম সফরে নতুন দিল্লিতে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী রাবুকাকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এই সফর বিভিন্ন ক্ষেত্রে ভারত-ফিজি অংশীদারিত্বকে আরও নিবিড় করবে।
দিল্লি সফরের সময়, প্রধানমন্ত্রী রাবুকা ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী মোদী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী রাবুকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

