কোচবিহার : কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে হস্টেলের একটি ঘরে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান হস্টেলের আবসিকেরা। এরপর দেহটি প্রথমে এক বেসরকারি হাসপাতাল এবং পরে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ অন্যান্য আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন ওই হস্টেলের ছাত্রীরা। মৃত ছাত্রী তৃতীয় বর্ষে পাঠরতা ছিলেন বলে জানা গিয়েছে।

