কলকাতা : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টে ফের পিছিয়ে গেল।
বৃহস্পতিবার ওই মামলার শুনানি থাকলেও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফেও আইনজীবী এদিন জানান, দেশের শীর্ষ আদালতে তথা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের আগের নির্দেশের বিরুদ্ধেই একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে রাজ্য সরকারের তরফেও। সংশ্লিষ্ট বিষয়েই আগামীকাল অর্থাৎ শুক্রবার মামলাটিতে শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিকে, এর পরিপ্রেক্ষিতেই উক্ত ডিভিশন বেঞ্চ আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টে এই সংক্রান্ত মামলার যে শুনানি রয়েছে তার উপর এদিন স্থগিতাদেশ দিয়েছেন। উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দ গত ৭ আগস্ট নির্দেশ দেন যে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ৭ শতাংশ ও ৬৬ টি সম্প্রদায়কে ধরেই মেধা তালিকা সম্পূর্ণ করে ফলপ্রকাশ করতে হবে।

