পুরুলিয়া : স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন পুরুলিয়ায় জেলাশাসকের দফতর চত্বরে এক ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই জেলাশাসক দফতরে আসেন ব্যবসায়ী দীনেশ আগরওয়াল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্লেড দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করেন ওই ব্যক্তি। যদিও কর্তব্যরত পুলিশকর্মীরা কোনওরকমে দীনেশকে ধরে ফেলেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর বাড়ানো হয়েছে দফতরের নিরাপত্তাও।
দেশের পাশাপাশি বাংলাতেও ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। সেই মতো সকাল থেকে পুরুলিয়ায় জেলাশাসকের দফতরে ছিল চরম ব্যস্ততা। সবার নজর এড়িয়ে সেখানে পৌঁছে যান দীনেশ আগরওয়াল। এরপরেই এই ঘটনা। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলাশাসকের দফতর চত্বরে। জানা যায়, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ নিয়ে রক্তাক্ত অবস্থায় ফের জেলাশাসক দফতরে গিয়ে হাজির হন ওই ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর অভিযোগ, ”জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তাঁর নিজস্ব জমি অবৈধভাবে ‘ভেস্টেড’ জমি হিসেবে রেকর্ড করানো হয়েছে। এতে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে।”
এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, এই বিষয়ে অভিযোগ জানাতে একাধিকবার জেলাশাসকের দফতরে আসেন। জেলাশাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বারবার ব্যর্থ হন। আর সেই কারণে কার্যত একপ্রকার বাধ্য হয়েই স্বাধীনতা দিবসের দিনই জেলাশাসক দফতরে এসে রক্ত দিয়ে বিচার চাওয়া বলে দাবি ওই ব্যক্তির।

