রাজ্য সরকারের গড়িমসি, বেতন বৃদ্ধির দাবিতেই সরব পার্শ্ব শিক্ষকরা

কলকাতা : এরাজ্যের পার্শ্ব শিক্ষকদেরজন্যেই বেতন বৃদ্ধির সরকারি নির্দেশিকা জারি করতে হবে। এমনটাই দাবি পার্শ্ব শিক্ষকদের । তাদের দাবি, অবিলম্বে বেতন বৃদ্ধি না ঘোষণা করা হলে অনশন ছাড়া আর কোনও বিকল্প নেই। সোমবার স্পষ্টভাবেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছেই তাদের একান্ত আর্জি, বেতন বৃদ্ধির সরকারি অর্ডার প্রকাশ করুন। এদিন এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফেও জানানো হয় , দুর্গাপুজোর জন্য বড় পরিমাণ অর্থ অনুদান বাবদ দেওয়া হল। অথচ, ৪২ হাজার পরিবারকে রেহাই দিতে হবে।

পাঞ্চালি জানা বলেন, তাদের জন্য পুজোর বোনাস – ৬,০০০ টাকা মাত্র। এ দিয়ে সংসার চলে না। তিনি আরো বলেন, সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছতে হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ ছুটি। মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি – বাঁচান। বিনা চিকিৎসায় মারা যাওয়ার জন্য প্রহর গুনছেন সকলেই । এদিন এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্যারা টিচার ওয়েলফেয়ার অরগানাইজেশন।

পরিশেষে, প্রেস ক্লাব কলকাতায় ডাঃ আবদুস সালাম শেখ এদিনের অনুষ্ঠানে জানান – অসহায় তাদের সকলেই। কোর কমিটির সদস্য চন্দ্রচূড় গাঙ্গুলি জানান, দু’দশকেরও বেশি সময় ধরে পার্শ্ব শিক্ষকরা যে পরিষেবা দিয়ে চলেছেন তা অকল্পনীয়। উল্লেখ্য, বর্তমান সরকারের আমলেই যৎসামান্য বৃদ্ধি পেয়েছে সাম্মানিক তাদের। আপাতত তাদের ন্যায্য দাবিকে রাজ্য সরকার কতখানি প্রাধান্য দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন তাদের সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =