কলকাতা : চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
কলকাতাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া রয়েছে, একইসঙ্গে রোদের দাপটেও নাস্তানাবুদ অবস্থা। সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও। ভারী বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। পাহাড়ি এলাকায় নামতে পারে ধস। তাই ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

