কলকাতা : আর জি কর কাণ্ডের এক বছর পার হবে শনিবার, ৯ আগস্ট। সেইদিনই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তাতে হিংসাত্মক প্রতিবাদ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন পুলিশকর্তারা।
তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দল এবং আমজনতাকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।
তবে রাজ্য পুলিশ শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, নবান্ন অভিযানের কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলন হলে তাঁরা বাধা দেবেন না।
শুক্রবার সাংবাদিক বৈঠক করা হয় রাজ্য পুলিশের তরফে। সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, কলকাতা হাইকোর্টে তাদের পর্যবেক্ষণে বলেছে প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে। তবে এও স্পষ্ট করা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসা ছড়ানোর কোনও জায়গা নেই।
সেই প্রেক্ষিতেই তিনি মনে করান, প্রতিবাদ করতে হলে সেটা করতে হবে আইন মেনে, শান্তিপূর্ণ ভাবে। কোনও রকম ক্ষতি না করে।

