এসআইআর-এর জন্য প্রস্তুত নয় রাজ্য, মুখ্যসচিব জানালেন…

কলকাতা : বিহারে ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও পশ্চিমবঙ্গে তা এখন সম্ভব নয়। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সেই কথাই জানিয়েছে রাজ্য সরকার।

সেই চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, রাজ্য এখন এসআইআর-এর জন্য প্রস্তুত নয়। আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম দু’বছর সময় প্রয়োজন হয়।

সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও জানিয়েছিল যে এসআইআর-এর জন্য বাংলা প্রস্তুত। কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে ‘মরিয়া’ বাংলা। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও-র দফতরে চিঠি পাঠালেন মুখ্যসচিব। বোঝালেন, এখনও সময় হয়নি।

পাশাপাশি, মুখ্যসচিব পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলেই সূত্রের খবর। কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দফতর কমিশন চিঠি পাঠাল, সেই প্রশ্নও তোলা হয়েছে ওই চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =