ঝাড়গ্রাম : বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জন্মের শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ২৪ ঘন্টার মধ্যে তিনি প্রশ্ন তুললেন, যাঁরা এনআরসি-র নতুন আইন করছেন, তাঁদের জন্মের শংসাপত্র আছে কিনা। ঝাড়গ্রামের মঞ্চ থেকে এনআরসি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি নয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, “ভোটার তালিকায় নাম আছে কিনা, তা আবার দেখতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে। না জেনে আবেদনপত্র পূরণ করবেন না। নতুন ভোটার যাঁরা হচ্ছেন মনে রাখবেন বাবা-মায়ের সার্টিফিকেট লাগবে। এটা ডবল ইঞ্জিনের সরকারের চক্রান্ত। নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত।”
তিনি আরও বলেন, “যাঁরা বাংলাদেশ থেকে আইন মেনে এসেছেন তাঁরা এদেশের নাগরিক। অনুপ্রবেশকারী বিষয়টা আমাদের হাতে নেই। চিঠি পাঠাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, মতুয়াদের। আমাদের বাংলার মানুষরা লড়াই করল। সংগ্রাম করল। আর বিদেশি? তোমরা একা স্বদেশি? এই জিনিস আমরা বরদাস্ত করব না। মানব না। রুখে দাঁড়াবেন।”
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধন এবং বাঙালি হেনস্তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

