কলকাতা : ভোটার তালিকায় ডবল ডবল নাম, তাই নাম কাটা পড়ার সম্ভাবনায় এত কষ্ট, এত আন্দোলনের নাটক!” সোমবার সামাজিক মাধ্যমে লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পৌরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় দুটি জায়গায় নাম জ্বল জ্বল করছে! ভোটার তালিকার যে দুই জায়গায় নাম রয়েছে কবিরুল আলমের; ১৯৪/২৯৭ নং বুথ, ক্রমিক নং ১৬৯ এবং ১৯৪/২৯১ নং বুথ, ক্রমিক নং ৯২ (প্রমাণ স্বরূপ ছবি সংযুক্ত করা হয়েছে)।
রাজ্যে তৃণমূলের অপশাসন আর নৈরাজ্য কায়েমের জন্য ভোটার লিস্ট এ কারচুপির পন্থা অবলম্বন করে এসেছে এতোদিন শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বৈতরণী পার করতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশী আর রোহিঙ্গা ভোটারের ছড়াছড়ি।
রাজ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের(SIR) কাজ শুরু করতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন এই প্রক্রিয়া শুরু হলেই রাজ্যে প্রায় এক কোটির উপর ভুয়ো ভোটার ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এবং এর ফলে তার পুনরায় ক্ষমতায় ফেরা সম্ভব হবে না।”

