বোলপুর : বিশ্বভারতীর পূর্ব ঘোষণা অনুযায়ী, রবিবার থেকে হেরিটেজ ওয়াকের মধ্যে দিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ। এদিন সকালে ছ’জন পর্যটককে নিয়ে শুরু হল হেরিটেজ ওয়াক। কর্তৃপক্ষের আশা, সময়ের সঙ্গে সঙ্গে দিন দিন বাড়বে পর্যটকের সংখ্যা। দীর্ঘ পাঁচ বছর পরে আশ্রম প্রাঙ্গণ উন্মুক্ত করায় খুশি পর্যটক ও স্থানীয় মানুষ।
উল্লেখ্য, কোভিডের সময় থেকে বন্ধ ছিল বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ। বিশ্বভারতীর বর্তমান উপাচার্য আগেই ঘোষণা করেন, বিশ্বভারতীর ঐতিহ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সংস্কৃতির দর্শন এবার আরও ভালভাবে এবং নির্ভুলভাবে পর্যটকদের সামনে তুলে ধরা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছিলেন, ৩ আগস্ট, রবিবার থেকে শান্তিনিকেতনে শুরু হবে এই হেরিটেজ ওয়াক। প্রশিক্ষিত গাইডের মাধ্যমে বিশ্বভারতীর মূল আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে সবিস্তারে জানতে পারবেন পর্যটকেরা। প্রথমে রবিবার করে দেড় থেকে দু’ঘণ্টার জন্য এই ‘ওয়াক’ হলেও, পরবর্তী সময় সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন হতে পারে। সেইমতই এদিন শুরু হয় হেরিটেজ ওয়াক।

