ভোটার ‘তালিকায় ভুয়া’-দের নাম চিহ্ণিত করে প্রমাণ দাখিল শুভেন্দুর

কলকাতা : ভোটার তালিকায় বাংলাদেশীদের নামের প্রমাণ পোস্ট করে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “বারুইপুর পূর্ব বিধানসভার ১০১, ১০২, ১০৪, ১০৫ নং বুথগুলিতে ১০০% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জ্বল জ্বল করছে, যারা আদপেই ভারতীয় নাগরিক নন, সকলেই বাংলাদেশী।

উদাহরণ স্বরূপ ১০২ নং বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম। এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় ৩২ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান। যারা ওই বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া।

রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশীরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান। অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত তবেই এই ধরনের ভুতুড়ে বিদেশী ভোটারের নাম বাদ পড়বে। এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোটব্যাঙ্ক। এই কারণেই এই সব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =