ভিনরাজ্য থেকে বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার নির্দেশ

বীরভূম : ”বাইরে আমাদের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার।” সোমবার, বোলপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করলেন।

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে। তার প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী । এবার বাঙালি ‘হেনস্তা’ রুখতে বড় পদক্ষেপ করলেন তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, ”দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওঁদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওঁরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে, তাহলে তো ভালো। আর তা না থাকলে, আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেব। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nineteen =