কলকাতা : বুথ লেভেল অফিসারের ডিউটির জন্য কর্মীরা চলে গেলে তাঁদের দৈনন্দিন কাজকর্ম ব্যহত হবে। সামনেই তাঁদের দু’টি গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। তাই তাঁদের কর্মীদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। এই মর্মে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, এমনিতেই তাঁদের কর্মী সংখ্যা কম। এই পরিস্থিতিতে ৩১ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পরীক্ষা সম্পন্ন করতে হবে। যাঁরা শিক্ষকতার চাকরি পাবেন, তাঁদের নিয়োগপত্র দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে।
আবার ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়। এই পরিস্থিতিতে পর্ষদ থেকে স্থায়ী কর্মীদের তুলে নিলে, তাঁদের দৈনন্দিন কাজ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

