নয়াদিল্লি : জগদীপ ধনখড়কে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে, আর তেমনটা করতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেছেন, “জগদীপ ধনখড়কে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীরা পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। তাকে হুমকি দেওয়া হয়েছিল যে, যদি তিনি সেদিন রাত ৯ টার আগে পদত্যাগ না করেন, তাহলে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হবে। এটি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীদের চাপের কৌশল। শোনা যাচ্ছে, এখন রাজনাথ সিংকে উপরাষ্ট্রপতি করা হবে।”
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। এই ইস্তফা দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ইস্তফা গ্রহণও করেছেন। এখন ধনখড়ের ইস্তফা দেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা ধরনের মন্তব্য করছেন।

