মালদা : আগুন লাগল মালদা জেলা পরিষদ ভবনে। মঙ্গলবার সকালে ভবনের তিন তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। খবর যায় দমকলে। ছুটে আসেন জেলা পরিষদের কর্মীরাও।
দমকলের একটি ইঞ্জিন আগুন নেভাতে ছুটে যায়। তবে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারছে না কর্তৃপক্ষ। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।
মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ভবনের চার তলায় আগুন ও ধোঁয়া দেখতে পান আশপাশের লোকজন। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। এরপর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। ইঞ্জিনিয়ারিং সেকশনে আগুন লাগে। শর্ট সার্কিট নাকি এসির কোনও সমস্যার কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ অন্য আধিকারিকরা।

