কলকাতা : “কালীগঞ্জ চলো” – ডাক দিয়েছে রাজ্য যুব কংগ্রেস কমিটি। নদীয়া জেলার কালীগঞ্জের বালিকা তামান্না খুনের কিনারা হয় নি। প্রায় এক মাসের কাছাকাছি হতে চলেছে, ওই ঘটনায় বিচার চাইতে পথে নামছে যুব কংগ্রেস। উল্লেখ্য, গত ২৩ জুন উপ নির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরে ওই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে শাসকদলের এই অভিযোগ কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের।
কার্যতঃ স্কুল পড়ুয়াকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে পরিকল্পিতভাবে খুন করে দেওয়া হয়েছে। সেই শহীদের পরিবারের পাশে দাঁড়াতে ফের সেখানে এক দলের তরফেও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সদস্য ও আহ্বায়ক শাহিন জাভেদ এই প্রসঙ্গে জানান – শহীদের রক্তে লেখা এই ঐতিহাসিক দিন।
তামান্না, অভয়াদের জন্যে ন্যায় বিচারের দাবিতেই এর সুবিচার চাইতে শহীদ দিবস সেখানে পালন করা হবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বেই সেখানে হবে এক জনসভা।

