আসানসোল : কলকাতা-দিল্লি সংযোগকারী ১৯ নম্বর জাতীয় সড়কে ধস। রবিবারের এই ঘটনায় পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার মরিচকোটা এলাকায় আটকে পড়ে যানবাহন।
এদিন ভোরে বিকট শব্দে রাস্তার বেশ কিছুটা অংশ ধসে যায়। প্রায় ২৫ ফুট গভীর এবং ৮ ফুট প্রশস্ত গর্তের সৃষ্টি হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে জায়গাটি ঘিরে রাখে। পরে যানচলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে যান জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা।
রঘুনাথবাটির কাছে জাতীয় সড়ক ২-এ একটি শক্তিশালী বিস্ফোরণের ফলে ভূমিধসের পর একটি বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে কলকাতা-দিল্লি রুটে যান চলাচল ব্যাহত হয়। জাতীয় সড়কের আরটিও উৎপল মাঝি বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছেছি এবং যে কোনও দুর্ঘটনা এড়াতে সমস্ত দিক থেকে ব্লকটি ঘিরে ফেলেছি।”

