পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ৩ আগস্ট বনধের ঘোষণা মাওবাদী সংগঠনের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ ৫টি রাজ্যে বনধ ঘোষণা করলো মাওবাদী সংগঠন। আগামী ৩ আগস্ট পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও অসমে বনধের ঘোষণা করেছে মাওবাদী সংগঠন। ৩ আগস্টের বনধকে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে মাওবাদী সংগঠনের পক্ষ থেকে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) পূর্বাঞ্চলীয় ব্যুরোর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের দল সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য অমর শহীদ কমরেড বাসভরাজ (নাম্বালা কেশভরাও) কে শত শত লাল সেলাম! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কমরেড বিবেক সহ লুগুবুরুতে ৮ জন কমরেডের হত্যা এবং অপারেশন ‘কাগার’-এর অধীনে নৃশংস ফ্যাসিবাদী দমন-পীড়নের প্রতিবাদে ৩ আগস্ট একদিনের বিহার-ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম বনধ সফল করুন!

২০২৫ সালের ২১ মে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার অন্তর্গত গুন্ডেকোট পাহাড়ে আমাদের দলের সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য কমরেড বাসভরাজ ওরফে (নানওয়ালা কেশব রাও) তার দলের সঙ্গে ৬০ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে লড়াই করার সময় শহীদ হন। ২১ মে ছিল ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে একটি কালো দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =