জলপাইগুড়িতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, গদাধর কলোনিতে চাঞ্চল্য

জলপাইগুড়ি : জলপাইগুড়িতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের গদাধর কলোনি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছে। বুধবার সকালে ঘরের ভিতর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। মৃতদের নাম সন্তোষ রায় (৫৫) ও নীলা বর্মন (৪৭)। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার ঘর থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে স্থানীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =