রাঁচি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে শুরু হয়েছে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক। বৃহস্পতিবার রাঁচিতে ২৭-তম পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবর্ধনা জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই সভায় চারটি পূর্বাঞ্চলীয় রাজ্য – ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধিরা উপস্থিত থাকেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে সংবর্ধনা জানান। পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও সংবর্ধনা জানান হেমন্ত; চন্দ্রিমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করছেন।
এই বৈঠকটি ১০ মে হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় পহেলগাম জঙ্গি হামলার ঘটনার জেরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় বৈঠক পিছিয়ে দেওয়া হয়। সাংবিধানিক কাঠামোর অন্তর্গত এই ধরনের আঞ্চলিক বৈঠকগুলিতে রাজ্যগুলির অভ্যন্তরীণ সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, সীমান্ত সংক্রান্ত ইস্যু, কেন্দ্র ও রাজ্যের আর্থিক বোঝাপড়া নিয়েও আলোচনা হয়।

