কলকাতা : “নিজের অকীর্তি ও কুকীর্তি ঢাকতে অধিকারবিহীনভাবে অন্যের ব্যাপারে ফড়ফড় করা মমতার পুরোনো রোগ।”
মঙ্গলবার এক্সবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “কে প্রধানমন্ত্রী আর কে এক্টিং করছেন, তা ছেড়ে নিজের রাজ্যটাকে যে পাকিস্তানে পরিণত করছেন সেটা বন্ধ করুন। শুনেছি এক সময় প্রচন্ড শখ ছিল, উনিই প্রধানমন্ত্রী হবেন। আশা করি সে শখ এখন নির্বাপিত।”
প্রসঙ্গত, সোমবার মুর্শিদাবাদে গিয়ে এবং যাওয়ার আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। পহেলগামে যাঁরা সম্প্রতি তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের ন্যায়বিচার দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে দাবি জানিয়েছেন।

