কলকাতা : বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে গত ৩ দিন ধরে দলে চাপান উতোর চলছে। প্রশ্ন উঠছে, দলের মধ্যে কি কোণঠাসা হয়ে পড়ছেন তিনি? শনিবার নিজেই সেকথা স্বীকার করে জানিয়ে দিলেন, নিজের মতো অরাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।
এবার বিজেপির দলীয় কর্মসূচিতেও নাম নেই তাঁর। গত ২ দিন বিজেপির কোনও অফিসিয়াল কর্মসূচিতে যে তাঁকে রাখা হয়নি, সে কথাও স্বীকার করলেন দিলীপ ঘোষ।
শনিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় এই নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এখন বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচি তাঁর নেই জানান তিনি।
সেই সঙ্গে বলেন, “আমার তো অফিসিয়াল কোনও কর্মসূচি নেই। আমি সকালে মিডিয়া করছি। অরাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি। কালও বাইরেই ছিলাম। আমার তো আপাতত কোনও পলিটিক্যাল কর্মসূচি নেই। থাকে না মাঝেমাঝে। বিশ্রাম দরকার আছে তো। আমি তো ঘুরে এসে বিশ্রাম নিলাম বাড়িতে।
সকাল থেকে মিডিয়া, কত লোক দেখা করতে আসে। তাদের সময় দিতে হয়। সেটা তো কর্মসূচির মধ্যে থাকে না। আমি এই নিয়ে কোনওদিনই ভাবিত নই। আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি? আমি নিজের কর্মসূচি নিজেই তৈরি করি। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যাই। সব কর্মসূচি লেখা থাকে না। পাবলিক প্রোগ্রামগুলো লেখা থাকে।”

