“ব্রিটেনেও বাঙালিদের রোষের মুখোমুখি”, মমতাকে কটাক্ষ সুকান্তর

কলকাতা : “গণতন্ত্রের তথাকথিত রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্রিটেনেও বাঙালিদের রোষের মুখোমুখি“! শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, ‘তুমি অভয়াকে হত্যা করেছ’! ‘হিন্দুদের ব্যাপারে চুপ কেন’? ‘তুমি টাটাকে তাড়িয়ে দিয়েছিলে!’—এইসব কঠোর সত্যের মুখোমুখি তিনি হয়েছেন।

বাস্তবতা স্পষ্ট: বাঙালিরা, বাংলায় থাকুক বা বিদেশে, তাঁর ভণ্ডামি বুঝতে পেরেছে। তিনি বাংলাকে অনাচার, তোষণ, দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিয়েছেন। এখন, তিনি হাইড পার্কে পিছনের দিকে হাঁটছে। ঠিক যেমন সে বছরের পর বছর ধরে বাংলাকে পিছনে টেনে এনেছে। ২০২৬ সালের গণনা শুরু হয়েছে। বাংলা জেগে উঠবে, আর তোমার পতন হবে। লজ্জা,মমতা বন্দ্যোপাধ্যায় দিদি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 11 =