বাড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের মিনি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় দিন। দুবাইয়ে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচই দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে মোট প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন টিম কত পাবে, তা প্রকাশ্যেই। সেটা যদিও ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের আইপিএল দরের চেয়েও কম!

শেষ বার এই টুর্নামেন্ট হয়েছিল ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সব মিলিয়ে ৫৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ গত সংস্করণের চেয়ে ডাবলেরও বেশি। চ্যাম্পিয়ন টিম পাবে ২.৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৮ কোটি টাকা। কোনও টিম পাঁচটি ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে আর্থিক পুরস্কার পেতে পারে ভারতীয় মুদ্রায় ২২ কোটির মতো। তাতেও অবশ্য ঋষভ পন্থ কিংবা শ্রেয়স আইয়ারের থেকে পিছিয়ে।

টুর্নামেন্টের জন্য সব মিলিয়ে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে। রানার্স টিম পাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলারের মতো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৪ কোটি। সেমিফাইনালে বিদায় নেওয়া দল পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৫.২ কোটির মতো। প্রতিটা ম্যাচ জয়ের জন্যও আর্থিক পুরস্কার থাকছে। সে কারণেই টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ জিতে কেউ চ্যাম্পিয়ন হলে সেই টিম সর্বাধিক ২২ কোটি টাকার আর্থিক পুরস্কার পেতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াডে রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারও। আগামী আইপিএলে ঋষভ পন্থ খেলবেন লখনউ সুপার জায়ান্টসে। তাঁকে ২৭ কোটি টাকায় নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে, শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় নিয়েছে পঞ্জাব কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলের প্রাইজ মানি এই দু-জন তো অবশ্যই, আরও অনেকের আইপিএল দরের চেয়ে কম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =