পূর্ব মেদিনীপুর : “২৭ বছর পর দিল্লি যদি পারে তাহলে বাংলায় আমরা কেন পারব না? তৃণমূলকে হঠাতে সবাই জোট বাঁধুন।” দিল্লির ভোটের ফলাফলে শনিবার এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবারই প্রকাশিত হয়েছে রাজধানী দিল্লির ভোটের ফলাফল। ২৭ বছর পর এবার বিজেপি দিল্লির তখতে ফিরেছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোঁতা গ্রাম পঞ্চায়েতে দলের জনসংযোগ যাত্রায় গিয়ে শুভেন্দুবাবু বলেন, “ভয় পাবেন না। তৃণমূলের এই সরকার ২০২৬ সালের পর আর বাংলার ক্ষমতায় থাকবে না।”
অন্যদিকে পশ্চিমবঙ্গে দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদীর ছবি-সহ লিখেছেন, “দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।”

