দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই হত্যায় সাহায্য করেছে মহিলার প্রেমিকও, এমনটাই অভিযোগ। সোমবার রাতে নিজের বাড়িতেই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল গৌতম হালদার নামে বছর ৫১-র টোটো চালকের। মঙ্গলবার সকাল ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কুলপি থানা এলাকার গোপালনগর চক গ্রামে। খুনের নেপথ্যে তাঁর স্ত্রী রয়েছেন বলে অভিযোগ আত্মীয় ও প্রতিবেশীদের।
অভিযোগ, প্রেমিকের সঙ্গে যোগসাজশে স্বামীকে হত্যার মূল ষড়যন্ত্রী স্ত্রীই। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ। স্ত্রী, তাঁর প্রেমিক ও ১৪ বছরের পুত্রকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, স্ত্রী মল্লিকার সঙ্গে সমস্যা চলছিল গৌতমবাবুর। দীর্ঘদিন ধরে মল্লিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এলাকার এক যুবকের সঙ্গে।
তাই নিয়েই মূলত পরিবারে অশান্তি ছিল। এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সালিশি সভাও বসেছিল। তাতে অবশ্য তেমন কিছু সুরাহা হয়নি। মল্লিকাদেবী প্রেমের সম্পর্ক থেকে দূরে সরে আসেননি। এই পরিস্থিতিতে সোমবার রাতে নিজের বাড়িতে ফেরার পর খুন হয়ে যান গৌতমবাবু।

