কলকাতা : বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভায়ও এদিন নেতাজি স্মরণ অনুষ্ঠান হয়। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।
পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক অপূর্ব সরকারও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিধানসভার কর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

