মালদা : মালদায় তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তের সন্ধান দিলেই এবার মিলবে পুরস্কার। এমনটাই ঘোষণা করল পুলিশ। তৃণমূল নেতা খুনে মূল দুই অভিযুক্ত বাবলু যাদব (৩১) ও কৃষ্ণ রজক (৩০) ওরফে রোহন এখনও অধরা। তাদের সন্ধান দিতে পারলেই মিলবে ২ লক্ষ টাকা নগদ পুরস্কার।
শনিবার গভীর রাতে ওই দুই মূল অভিযুক্তের ছবি দিয়ে এমনটাই ঘোষণা করেছে মালদা পুলিশ। তৃণমূল নেতা খুনে এখনও পর্যন্ত বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, মূল দুই অভিযুক্ত অধরা।
এবার তাদের সন্ধান দিলেই মিলবে পুরস্কার।