মালদায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশ সুপারকে তিরস্কার মমতার 

হাওড়া : মালদহের কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ সুপারকে তিরস্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এসপির অপদার্থতার জন্য ওর মৃত্যু হল।পুলিশের গাফিলতি আছে। বলেন, বাবলা সরকারকে খুন করা হয়েছে। প্রথম থেকে আমার সঙ্গে ছিল। আগে ওর সিকিউরিটি ছিল। পরে তুলে নেওয়া হয়েছিল। এও বলেন, এসপির একটা চোখ থাকবে কাজে, অন্য চোখ থাকবে অন্য কাজে, এমন এসপি আমাদের চাই না। রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে ইংরেজবাজার যাওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মালদার ইংরেজবাজার পুরসভা এলাকায় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুলাল (বাবলা ) সরকার নামে ওই কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মালদার ঝলঝলিয়া মাতাল মোড়ে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। আশেপাশে তখন ব্যস্ত মানুষজন। তারই মধ্যে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের মুখ হেলমেটে ঢাকা ছিল। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তৃতীয় গুলিতে বিদ্ধ হন তৃণমূল নেতা। এরপরেই সেখান থেকে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 3 =