পার্থর তরফে ইডির বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ

কলকাতা : নিয়োগ সংক্রান্ত ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন এসএসসি-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী

পার্থ চট্টোপাধ্যায়। তাঁর তরফে ইডির বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তোলা হল।

শুক্রবার তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে জানিয়েছেন, ইডির ইসিআইআরে (অভিযোগপত্রে) পার্থের নাম নেই। হাই কোর্টের এই নির্দেশেও তাঁর নাম নেই। যে সম্পত্তি বা টাকা পাওয়া গিয়েছে, তা পার্থ কখনও নিজের বলে দাবিও করেননি। এমনকি, দুর্নীতি কোনও নথিতে পাওয়া যায়নি পার্থের স্বাক্ষর। কী ভাবে তাঁকে অভিযুক্ত করা হচ্ছে এই মামলায়? প্রশ্ন তুলেছেন আইনজীবী।

আদালতে পার্থবাবু জানিয়েছেন, ২০০১ সাল থেকে তিনি রাজ্যের বিধায়ক। ২০২২ সালে যে সময়ে তাঁর বিরুদ্ধে ইসিআইআর করা হচ্ছে, তখনও তিনি বিধায়ক ছিলেন। নিয়ম অনুযায়ী এ ক্ষেত্রে তাঁকে অভিযুক্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। যা ইডি নেয়নি বলে অভিযোগ।

এ ছাড়াও, আদালতে পার্থবাবু জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে সরাসরি কোনও টাকা বা সম্পত্তির হিসাব পাওয়া যায়নি। ইডি এই মামলায় পাঁচ জনকে সাক্ষী হিসাবে দেখিয়েছে। তাঁদের মধ্যে দু’জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যেও এক জন পার্থকে চেনেন না বলে জানিয়েছেন।

পার্থবাবুর দাবি, যে সমস্ত সম্পত্তিকে ‘দুর্নীতির ফসল’ হিসাবে দেখানো হচ্ছে, আদৌ প্রাথমিকের দুর্নীতির সঙ্গে সেগুলির যোগ আছে কি না, ইডি তার প্রমাণ দেখাতে পারেনি। ফলে এই মামলা থেকে তাঁর অব্যাহতি পাওয়া উচিত বলে মনে করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকাও উল্লেখ করা হয়েছে আদালতে। পার্থবাবু জানিয়েছেন, পর্ষদ একটি স্বতন্ত্র সংস্থা। তা নিজের নিয়মে চলে। শিক্ষামন্ত্রী থাকলেও তাতে পার্থবাবুর কোনও ভূমিকা ছিল না বলে দাবি করেন তাঁর আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =