অভিষেকের নাম করে তৃণমূল নেতার থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেফতার ৩

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ ও ৫ লক্ষ টাকা দাবির অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে পড়ল ৩ যুবক। হুগলি থেকে গ্রেফতার করা হয় তাদের।

ওই পুর চেয়ারম্যানের দাবি, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। তাঁকে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন।

পুর চেয়ারম্যান অভিষেকের অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে অবস্থান চিহ্ণিত করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল।

এরপর পুলিশ তল্লাশি চালিয়ে হুগলি থেকে তিন যুবককে গ্রেফতার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আগে গ্রেফতারও হয় সে। জামিনে মুক্তি পাওয়ার পর কালনা পুরসভার চেয়ারম্যানকে ফাঁসানোর করে। যদিও ধরা পড়ে যায় টাকা হাতানোর আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =