নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ওই তৃণমূল কর্মীকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে দাবি তাঁর দলের। বুধবার রাতে নন্দীগ্রাম থানার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামের তৃণমূল কর্মী মহাদেব বিশাইকে (৪৫) দোকান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, বৃন্দাবনপুর বাজারে মহাদেবের চায়ের দোকান আছে।
গতকাল সেখানেই ছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, রাতে দুষ্কৃতীরা দোকান থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে হাত, পা ভেঙে খুন করার পর ফের দোকানের সামনে ফেলে দিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে নিহত তৃণমূল কর্মীর দেহ দোকানের সামনেই রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ এলেও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে।