শিলিগুড়ি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল (এসএসবি) ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এদিন সকালে তিনি এসএসবি-র ৬১-তম প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেন। তিনি শহীদদের পুষ্পচক্র প্রদান করেছেন, যাঁরা জীবনদান করেছেন এই দেশের সুরক্ষার জন্য। এরপর তিনি প্যারেড প্রদর্শন করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শিলিগুড়ির রানীডাঙ্গায় প্রধান অতিথি হিসাবে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ৬১-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। অমিত শাহ এসএসবি জওয়ানদের বীরত্বকে কুর্নিশ জানান।
এরপর ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের পেট্রাপোলের সমন্বিত চেকপোস্ট এবং ত্রিপুরার আগরতলায় নবনির্মিত হাউজিং কমপ্লেক্সের উদ্বোধন করেন। তিনি বলেন, এসএসবি নেপাল ও ভুটানের সাথে ২,৪৫০ কিলোমিটার সীমান্তকে নিষ্ঠার সঙ্গে প্রহরা দেয় এবং মাদকের অবৈধ পাচার রোধ করার দায়িত্বও পালন করে। তিনি আরও বলেন, খোলা সীমান্ত রক্ষার চেয়ে বেড়া দেওয়া সীমান্ত রক্ষা করা অনেক সহজ।